Dr.Liakat Ali

Published:
2021-10-10 15:13:46 BdST

বিএসএমএমইউতে সফলভাবে ৫৬৩তম কিডনী প্রতিস্থাপন,সুস্থ আছেন রোগী ও কিডনী দাতা


 

বিএসএমএমইউ সংবাদ দাতা
__________________

বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয়ের উদ্যোগ ও প্রয়োজনীয় নির্দেশনা ৯ অক্টোবর ২০২১ইং তারিখ, শনিবার বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে কিডনী প্রতিস্থাপন কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও নানা ধরণের জটিলতার কারণে মহতী এই সেবা কার্যক্রমটি বন্ধ ছিল। বর্তমানে ইউরোলজি বিভাগের অনান্য চিকিৎসাসেবা কার্যক্রমও চালু রয়েছে। শনিবার ৫৬৩তম কিডনী প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। কিডনী প্রতিস্থাপনের পর রোগী হায়দার আলী, বয়স ৩৫ এবং কিডনী দাতা আব্দুর রশিদ, বয়স ৩৮ সুস্থ আছেন। ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল এর অধীনে অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেনসহ একটি চিকিৎসক টিম এই মহতী কার্যক্রমে অংশ নেন। এদিকে সফলভাবে কিডনী প্রতিস্থাপন করায় এবং পুনরায় এই সেবা কার্যক্রম শুরু করায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সংশ্লিষ্ট চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়