Dr. Aminul Islam

Published:
2020-11-29 03:17:18 BdST

কিডনি রোগ:একটি নীরব মহামারি


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________


একটি নীরব মহামারি কিডনি রোগ ।
পৃথিবীতে ৮০০ মিলিওন লোক ভুগছেন কিডনি রোগে ।
সমস্যা ঊনজ্ঞান করা হয়েছে । কিডনি খারাপ সে সম্বন্ধে মানুষ সচেতন নন । আর এটি নীরব রোগ , আগাম তেমন লক্ষন থাকেনা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা র মতে কিডনি রোগ হল পৃথিবীর মৃত্যুর একটি প্রধান কারন ।
কিডনি রোগে ভুগছেন ৮০০ মিলিওন লোক , আর ডায়ে বে টি স এ আক্রান্ত লোকের চেয়ে (৪৩৬ মিলিওন )   প্রায় দ্বিগুণ । ক্যান্সারে আক্রান্ত লোকের( ৪২ মিলিওন )প্রায় ২০ গুন ।
ক্রনিক কিডনি রোগ ( সি কে ডি )
আকিউ ট কিডনি রোগ (এ কে আই)
সি কে ডি পৃথিবীর পুরুষদের মধ্যে ১০.৪ % আর মহিলাদের মধ্যে ১১.৮%।এ কে আয় ১৩ মিল্লিওন এর অনেকের সি কে ডি হয় ।
চিকিৎসা অপ্রতুল। ৫,৩ - ১০.৫ মিলিওন লোকের দরকার হয় ডাইয়ালি সিস বা ট্রান্স প্লান্ট অনেকের তা পাওয়া সম্ভব হয় না।
আর্থিক বোঝা । কিডনি রোগের চিকিৎসা ব্যয় বহুল । স্বাস্থ্যের বাজেটের উপর বড় বোঝা। মানুষের পকেট থেকে অর্থ যায় অনেক নেকে খরচ মেটাতে নিঃস্ব হয়ে যায় ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়