Dr. Aminul Islam

Published:
2021-04-16 15:02:13 BdST

'বাবা আমি কবে মার সাথে ঘুমাতে পারব?


ডা. শফিউর রহমান

-------------------------

১। ১২ দিন করোনার সাথে যুদ্ধ করে আমার পাশের চেম্বারের বড় ভাই জনপ্রিয় শিশু বিশেষজ্ঞ ডাঃ শরিফ ভাই আজ চলে গেলেন অজানার পথে। একজন অসাধারণ অমায়িক ভদ্রলোক ছিলেন তিনি।

২। ছেলেটা বার বার মায়ের দরজায় নক করে। জিজ্ঞেস করে, 'মা তুমি কবে সুস্থ হবা? ডাক্তার আঙ্কেল কে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করো না। ডাক্তার আঙ্কেল না বলছিল তিন দিন পরে আমি তোমাকে ধরতে পারব, আদর করতে পারব?'
করোনায় আক্রান্ত জুনিয়র এক সহকর্মীর ছেলের চোখ ভরা এ এক করুন আর্তি ।

এই শিশু ছেলে টির প্রশ্নের জবাব নেই কারো কাছে আর সচারচর এই দৃশ্য এখন অনেক জায়গায়।

তার বাবা কে প্রতিদিন জিজ্ঞেস করে, 'বাবা আমি কবে মার সাথে ঘুমাতে পারব? মাকে কত দিন আদর করি না। কতদিন মাকে ধরি না।'
আজ ২৯ দিন হলো ছেলেটা মায়ের থেকে দূরে আছে। তার মা পর পর ২ বার করোনা পজিটিভ।

সবথেকে বেদনাদায়ক দৃশ্য হলো রান্নাঘরের পাশে মোড়া নিয়ে ছেলে টির বসে থাকা। মা দরজা খুললে একটু দেখতে পাবে, এই আশায় বসে থাকে।
মাকে একটু ছুঁয়ে দেখার কী যে আকুতি, সেটা ছেলেটার চোখ দেখলেই বোঝা যায়। তাই আজকে লাঠি দিয়ে ছুঁয়ে দেখার এই ব্যবস্থা।

সকলে সচেতন হোন। মাস্ক পরুন, সাবধানে থাকুন। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে দ্রুত উত্তোরণ ঘটিয়ে দিন। ভালবাসার মানুষগুলো আবার পাশাপাশি, কাছাকাছি থাকার সুযোগ মিলুক।

 

অবেলার ডাক –
ঢাকা । ১২/০৪/২০২১

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়