Ameen Qudir
Published:2018-05-09 19:46:09 BdST
" মেডিক্যালে ঢুকিতে কষ্ট, ঢুকিয়া কষ্ট, বাইর হইতে কষ্ট, বাইর হইয়া কষ্ট; সাদু সাব্দান "
স্মৃতিশ্রদ্ধার্ঘ্য হিসেবে এই স্কেচ লেখকের আঁকা। প্রয়াত জমির স্যারের জন্য ডাক্তার প্রতিদিন পরিবার গভীর শোকাহত।
ডা. বিএম আতিকুজ্জামান
__________________________________
একজন জমির স্যার ।
মেডিক্যাল কলেজে ফিজিওলজি ক্লাসের শুরুটা ছিল মনে রাখার মতো।
মেডিক্যাল কলেজের স্যাঁতসেঁতে লেকচার গ্যালারীতে তিনি সাদা পাজামা পাঞ্জাবী পরে ঢুকলেন। অনেকটা জমিদারের মতন। আমরা হাই স্কুলের ছাত্রদের মতো দাঁড়িয়ে গেলাম। তিনি দেখেও না দেখার ভান করলেন। গম্ভীর ভাবে তিনি পাঁচ মিনিট ধরে সবাইকে দেখলেন।
পুরো গ্যালারীতে তখন পিন পতন নি:শব্দ।
আমাদের অনেকেরই মুখ সাদা হয়ে গিয়েছে। অজানা ভয়ে। একটা চাপা অস্বস্তি।
অবশেষে সবাইকে বসতে বললেন তিনি। আমরা হাফ ছেড়ে বাঁচলাম।
এর পরই শুরু হোল আধা চট্টগ্রাম আর আধা বাংলা মিশিয়ে তাঁর বানী।
আমরা ভয়ে ভয়ে তাঁর কথাগুলো বুঝতে চেষ্টা করলাম।
সবশেষে একটি চমৎকার কথা বললেন তিনি,
" মেডিক্যালে ঢুকিতে কষ্ট, ঢুকিয়া কষ্ট, বাইর হইতে কষ্ট, বাইর হইয়া কষ্ট। সাদু সাব্দান।"
প্রথম প্রথম ভীষন ভয় পেতাম তাকে।এর পর ধীরে ধীরে বাবার মতো বিশাল হৃদয়ের এ মানুষটির খুব কাছের হয়ে গেলাম। চারদিকে শক্ত খোলসের এ মানুষটির মনটি ছিল কাদার মতো নরম।
ফিজিওলজির চাইতে জীবনবোধ বেশী শিখেছিলাম তাঁর কাছে।
আমার অনেক প্রিয় মানুষ, প্রিয় শিক্ষকের মাঝে তিনিও একজন।
আমাদের প্রিয় এ শিক্ষকটি আমাদের ছেড়ে চলে গেছেন পরলোকে। মহান করুনাময় তাঁকে স্বর্গবাসী করুন।
______________________________

নিভৃতচারী কথাশিল্পী । আমেরিকা প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সিএমসি ২৮। কলামিস্ট ও গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তাধন্য।
আপনার মতামত দিন: