Ameen Qudir

Published:
2019-02-22 12:29:12 BdST

পুরান ঢাকায় হয় কারখানা থাকবে, নয় বাড়িঘর: স্বাস্থ্যমন্ত্রী



ডেস্ক
_________________________

পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয়তো বাড়িঘর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, পুরান ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ। এখান থেকে এবার সব কারখানা সরিয়ে নেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

ঢামেকে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়