Ameen Qudir

Published:
2019-02-25 07:36:36 BdST

চট্টগ্রাম বিমান হাইজ্যাক নিয়ে এক যাত্রীর বয়ান: সকল যাত্রী ও বিমানকর্মী সুস্থ : অস্ত্রধারী কব্জায়


 


ডেস্ক
____________________

চট্টগ্রাম বিমান হাইজ্যাক কান্ডের অবসান হয়েছে। কোন ধরণের বড় সঙ্কট হয় নি।   সকল যাত্রী ও বিমানকর্মী সুস্থ । বাংলাদেশের সামরিক সুরক্ষা কর্মীরা সকলের জীবন রক্ষা করেছেন। এ বিমান হাইজ্যাক নিয়ে দেশে বিদেশে নানা গুজব ছড়িয়ে পড়ে। দায়িত্বহীন ভূমিকা পালন করে বিভিন্ন মিডিয়া। কোন কোন মিডিয়া এটিকে এক নায়িকার ব্যর্থ প্রেমিকের কান্ড বলে প্রচার করে। যদিও তার সত্যতা নিশ্চিত করে নি কোন দায়িত্বশীল সরকারি সূত্র। শেষ খবরে জানা যায়, উদ্ধার কৌশল সফল হয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অস্ত্রধারী একজনকে বের করে আনা সম্ভব হয়েছে।

ওই উড়োজাহাজের ভেতরে থাকা এক যাত্রীর সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সূত্রগুলো জানায়, উড়োজাহাজের ভেতরে অস্ত্রধারীরা অবস্থান করছেন। গুলির শব্দও পাওয়া যায়। এর পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রাখে।


২৪ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাআমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানে ওই ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজ প্রথমে ঘিরে রেখেছিল পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এমন খবর পাওয়ার পরই সেটি ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। উড়োজাহাজের ভেতরে ওই সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। সামরিক সুরক্ষা কর্মীরা পৌছে পুরো নিয়ন্ত্রণ নেয়। কথিত অস্ত্রধারীকে কব্জা করে। অসমর্থিত সূত্রে তাকে আহত বা নিহত বলা হচ্ছে।

যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ।ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মেডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, উড়োজাহাজটি থেকে যাত্রী ও ক্রুরা বেরিয়ে গেছেন। কথিত অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরেই ছিলেন। তাঁর কাছে কী ধরনের অস্ত্র আছে কিংবা গোলাবারুদ আছে কিনা, সেটা স্পষ্ট নয়। নতুন উড়োজাহাজটিকে রক্ষা করাই প্রধান কাজ। উড়োজাহাজটিকে অক্ষত রেখে অস্ত্রধারীকে ধরার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়