Ameen Qudir

Published:
2019-02-26 07:47:56 BdST

বাস রং সাইড দিয়ে এসে প্রাইভেট কারকে চাপা :দুই চিকিৎসক নিহত





ডেস্ক
_____________________

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দুই চিকিৎসক। সোমবার বিকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিকাল ৪টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় গড়াই পরিবহনের একটি বাস রং সাইড দিয়ে এসে একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কারে থাকা ডা. মোয়াজ্জেম হোসেন ও গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ডা. শাহাদাত হোসেনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডা. শাহাদাত হোসেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের আবাসিক সার্জন।  আর অ্যানেস্থেশিওলজির চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন নগরীর কিওর হোম ক্লিনিকের পরিচালক।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়