Ameen Qudir
Published:2019-02-27 00:11:59 BdST
সুপার শপ থেকে যা কিনে খাচ্ছি: তেজগাঁওয়ে ২ হিমাগারে ৫০০ মণ টক্সিক মাংস
ডেস্ক
____________________
মেয়াদোত্তীর্ণ টক্সিক ( নষ্ট হয়ে অধিবিষ হয়ে যাওয়া ) মাংস, খেজুরসহ শিশুখাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ে দুটি হিমাগার মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি হিমাগার সিলগালা ও এর মালিককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন,
সুপার শপ থেকে আমরা এসব বিষাক্ত মাছ মাংস কিনে খাচ্ছি। নিজেদের আধুনিক করতে গিয়ে , আল্ট্রা মডার্ন হতে গিয়ে ডেকে নিজেদের জীবনবিপদ।
অথচ সরাসরি দেখে শুনেই এই ঢাকাসহ বেশীর ভাগ শহরে তাজা টাটকা মাংস, মাছ সব্জী খাওয়া সম্ভব। মাছ মাংস কেন সুপার শপ থেকে কিনব।
এটা প্রকৃত প্রতিদিনের মাছ মাংস সবজী বিক্রেতার কাছে থেকে কিনলে তারাও বাঁচে। আমরাও বাচি।
এটা জানাই কথা, সবজী , মাছ মাংস -- সব কিছু ভায়া কিনে , জমিয়ে বিক্রি করে সুপার শপ।
সপ্তাহ থেকে মাসের পর মাস জমায় অবিক্রিত জিনিস। অনেক সময় সস্তায় কিনে জমায়। কিন্তু প্রতিদিনের বিক্রেতা অন্তত এই ঠকানটা ঠকায় না। সুপার শপে
কি বিষ কিনে খাই, তার প্রমাণ মিলল , র্যাবের অভিযানে।
র্যাব জানায়, অভিযান চালিয়ে এ দুই হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫০০ মণ মাংস, ১২০০ মণ পঁচা খেজুরসহ শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হিমাগারে অভিযান চালিয়ে রমজানে বিক্রির জন্য মজুত করা কয়েকশ মণ পঁচা খেজুর জব্দ করা হয়। এছাড়াও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ জুস, কিসমিস। পাওয়া গেছে মানুষের চিকিৎসায় ব্যবহৃত অবৈধ ভ্যাকসিন।
মেয়াদোত্তীর্ণ মাংস রাজধানীর আগোরা, স্বপ্নসহ নামিদামি সুপারশপ, হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হয় বলে র্যাব সূত্রে জানা যায়।
আপনার মতামত দিন: