Dr. Aminul Islam

Published:
2021-03-08 06:06:32 BdST

মাত্র ৪ বছর বয়সেই পায়ে হেঁটে সান্দাকফু পৌঁছে গেল বিস্ময়  বালক সৌজন্য কুমার


 

ডেস্ক 

--------------------

মাত্র ৪ বছর বয়সেই পায়ে হেঁটে সান্দাকফু পৌঁছে গেল বিস্ময়  বালক সৌজন্য কুমার।

পর্বতারোহী বাবা আর এ্যাডভেঞ্চার প্রিয় মায়ের হাত ধরে সৌজন্য গত ২৭শে ফেব্রুয়ারি মানেভঞ্জন থেকে হাঁটা শুরু করে তুমলিং, কালাপোখরীতে রাত কাটিয়ে ১লা মার্চ ২০২১ এ পৌঁছে যায় সান্দাকফু।

৩দিন ধরে প্রবল কুয়াশা, তীব্র ঠাণ্ডা, কঠিন চড়াই কোন কিছুই সৌজন্যের চলার পথে বাঁধা হতে পারেনি।

অবশেষে ১লা মার্চ সান্দাকফু থেকে আরো ১.৫ কিমি দূরে আল্-এ সৌজন্য পালন করে তার ৪র্থ জন্মদিন। তীব্র ঠাণ্ডা হাওয়া আর মাইনাস ডিগ্রি তাপমাত্রায় সবার আশীর্বাদ ভালোবাসায় সৌজন্য কেক কেটে তার স্মরণীয় জন্মদিন পালন করে।

পরেরদিন, অর্থাৎ ২রা মার্চ *সৌজন্যের* জন্মদিনের উপহার নিয়ে হাজির হয় স্বয়ং প্রকৃতিদেবী।

মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, মাউন্ট মাকালু, চ্যাংব্যাং, থ্রি সিস্টার্স সহ আরো অসংখ্য বিখ্যাত সব পর্বতশৃঙ্গ হাজির হয় সৌজন্যের সামনে। আর সবার হয়ে তার রূপের ছটায় একেরপর এক ম্যাজিক দেখিয়ে চলে মাউন্ট *কাঞ্চনজঙ্ঘা*।

গত ৩দিনের মুখ ভার করে থাকা প্রকৃতির এমন রূপ দেখাতে পেরে স্বপ্ন সার্থক হয় তার বাবা মায়ের।

এবার নামার পালা। এভারেস্ট কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে সুতীব্র উৎরাইকে হেলায় পেরিয়ে সৌজন্য পৌঁছে যায় শ্রীখোলা। সেখান থেকে শিলিগুড়ি হয়ে ফিরে আসে কোলকাতায় তার দাদুর নিরাপদ কোলে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়