Dr. Aminul Islam
Published:2021-03-23 19:49:51 BdST
শুধুমাত্র টিকা গ্রহণকারীরাই হজে অংশ নিতে পারবেন : সৌদী স্বাস্থ্য মন্ত্রকের সাফ কথা
ডেস্ক
---------------------
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পূণরায় পরিস্কারভাবে জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে সরকারপন্থী 'ওকাজ' পত্রিকা এই খবর দিয়েছে।
এই বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে।
একটি বিবৃতির মাধ্যমে তার এই নির্দেশনা দেয়া হয়েছে, যা দেখতে পেয়েছে ওই দৈনিক পত্রিকাটি।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদপত্র স্কাই নিউজ অ্যারাবিয়াতেও এই খবরটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের কর্মকর্তারা যা বলছেন
প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ হজে অংশ নিয়ে থাকেন। এ মাসের মধ্যেই সেই সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত দিন: