SAHA ANTAR
Published:2021-05-17 00:35:28 BdST
নটিজেনরা মৃত্যুর গুজব ছড়ানোয় পরেশ রাওয়াল বললেন, এ যাত্রায় মরতে না পেরে আন্তরিক দুঃখিত!
সংবাদ সংস্থা
________________
নটিজেনরা ( নটি+সিটিজেন: নটিজেন; নেটিজেনদের মধ্যে নটি Naughty বা দুষ্টু পতিতরা) পরেশ রাওয়ালকে মেরে ফেললেও শতাব্দীর অন্যতম সেরা অভিনেতা তা নিয়ে কৌতুক না করে ছাড়েন নি। সকৌতুকে তিনি বলেন, এ যাত্রায় মরতে না পেরে আন্তরিক দুঃখিত।
তিনি লিখিতভাবে জবাব দেন, ‘ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, সকাল সাতটার পরও ঘুমাচ্ছিলাম।’
কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি। আপাতত সব কাজ থেকে বিরতি নিয়ে বিশ্রাম নিচ্ছেন। এ অবস্থায় হঠাৎ ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে এ নিয়ে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লে নিজেই গুজবের জবাব দিয়েছেন পরেশ রাওয়াল।
টুইটারে হঠাৎ একজন হিন্দি–ইংরেজি ভাষায় লেখেন, ‘অভিনেতা পরেশ রাওয়াল মারা গেছেন। শনিবার সকাল সাতটা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।’ একই সঙ্গে অভিনেতার একটি ছবিও পোস্ট করেন তিনি, যেখানে ছবির সামনে জ্বলছিল মোমবাতি। অনেকেই অবশ্য এ খবর বিশ্বাস করেননি। টুইটারের ওই পোস্ট ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর অভিনেতা পরেশ রাওয়াল নিজেই একটি পোস্ট দেন। নিজের মৃত্যুর খবরের পোস্টটির একটি স্ক্রিনশট তুলে তিনি লেখেন, ‘ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, সকাল সাতটার পরও ঘুমাচ্ছিলাম।’
পরেশের এ পোস্ট নিয়ে তারপরই শুরু হয়ে যায় হইচই। ভক্তদের একাংশের বক্তব্য, নিজের মৃত্যুর গুজবের জবাবের মধ্য দিয়েই পরেশ বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে শতাব্দীর অন্যতম সেরা কমেডিয়ান বলা হয়।
অন্যদিকে অভিনেতা নিজে টুইট করে মৃত্যুসংবাদটি ভুয়া বলে নিশ্চিত করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘ছোটবেলা থেকে আপনার ছবি দেখে আসছি। ভুল খবরটি সামনে আসার পরই চমকে উঠেছিলাম। স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিন্তু আপনার সাড়া পেয়ে এখন সপরিবার হাসতে হাসতে আমাদের পেট ফেটে যাচ্ছে। ভালো থাকবেন স্যার।’
বলিউডের পরিচিত মুখ অভিনেতা পরেশ রাওয়াল ২০২০ সাল থেকে ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সাল থেকে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে অন্তত চারটি সিনেমা। ‘হাঙ্গামা’, ‘তুফান’, ‘আঁখ মিচোলি’ ও ‘দ্য স্টোরিটেলার’। এর ভেতর ‘হাঙ্গামা’ আর ‘আঁখ মিচোলি’র শুটিং শেষ। চলছে শুটিং–পরবর্তী কর্মকাণ্ড। ‘দ্য স্টোরিটেলার’ নির্মিত হচ্ছে বাঙালি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে। এখানে পরেশ রাওয়ালকে দেখা যাবে তারিণী খুড়োর ভূমিকায়।
পরেশ দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন। বহু ব্যবসাসফল ছবির অভিনেতা তিনি। পেয়েছেন অনেক পুরস্কারও।
১৯৯৪ সালে সেরা সহ–অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। বিনোদনজগতে অবদান রাখার জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি থিয়েটারেও সমান সক্রিয় পরেশ রাওয়াল।
আপনার মতামত দিন: