DESK
Published:2024-08-29 11:53:27 BdST
অধ্যাপক ডা. রোকসানা আহমেদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
ডেস্ক
___________________
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম ) অধ্যাপক ডা. রোকসানা আহমেদকে একই অফিসে ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ।
২৮ আগস্ট ২০২৪ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন--------
https://drive.google.com/file/d/1kpikwcnuVB96SMOXYgJIF6GUEMlXlfbP/view
আপনার মতামত দিন: