Ameen Qudir
Published:2018-02-06 16:33:25 BdST
বিসিএসে মেধা কোটা ৭৫ শতাংশ হলে যোগ্যরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হতো না
ডা. কামরুল হাসান সোহেল
_______________________
সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন।তাদের সম্মান জানাতেই দিচ্ছেন,মুক্তিযোদ্ধা ও তার পোষ্যদের জন্য যেকোন সরকারি চাকরি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায়, বিসিএসের মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৩০% আসন বরাদ্ধ রেখেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বাড়িয়েছেন,চিকিৎসা ভাতা বাড়িয়েছেন,উৎসব ভাতা দিচ্ছেন, এককালীন চিকিৎসা ভাতা দিচ্ছেন।
সরকারের কাজ সাধুবাদ যোগ্য। কিন্তু সরকারি চাকরি, ভর্তি পরীক্ষা,বিসিএস পরীক্ষায় ৩০% কোটা অনেক বেশি, প্রায়ই দেখা যায় এই ৩০% কোটা পূরণ করা যায়না। যোগ্য প্রার্থীই পাওয়া যায় না কিন্তু নিয়মের কারণে আসনগুলো ফাকাই রাখতে হয়। এই ৩০% কোটাকে রিভাইস করে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে কমিয়ে যদি ১০% করা হতো(সর্বক্ষেত্রে) আর বিসিএসে মেধা কোটা বাড়িয়ে ৭৫% করা হতো তাহলে অনেকেই যোগ্যতা থাকার পরও সরকারি চাকরি বঞ্চিত হতোনা, ভাল স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ার সুযোগ লাভ থেকে বঞ্চিত হতোনা।
___________________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: