Dr. Aminul Islam
Published:2020-06-08 14:37:32 BdST
ঘৃণা:যে খানে মানে না করোনা, আমি নি:শ্বাস নিতে পারছি না
মেজর ডা. খোশরোজ সামাদ
---------------------------------
জর্জ ফ্লয়েডকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল ,
কেন না সে একজন কালো রঙের মানুষ
কিন্তাকুন্তেকে চাবকে রক্তাক্ত করা হয়েছিল,
সেও ছিল কালো রঙের মানুষ ,
এলেক্স হ্যালি ' The Roots ' এ শিকড়ে গিয়ে সে সত্য জানিয়ে গেছেন ।
হ্যারিয়েট বিচার স্টো জানিয়ে গেছেন,
আংকেল টম সারাদিন গাধার খাটুনি খেটেও অভুক্ত থাকতো।
পল রবসনকে গাইতে দেয়া হয় নি,
সে ছিল কালো নিগার।
জন হেনরির হাতুড়িকে স্তব্ধ করা হয়েছিল, সে ছিল কালো রঙের মানুষ।
মোহাম্মদ আলি ক্লে ভিয়েতনামে নাপাম বোমা ফেলতে রাজি না হওয়ায়
তাকে গারদে পুরেছিল।
ম্যান্ডেলাকে বছরের পর বছর কারাগারে পচে গলতে হয়েছিল,
সে ছিল কালো মানুষ।
কবিতার মূল্য ফুলের বদলে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছিল বেঞ্জামিন মলয়েসিকে।
শত শত বছরের অনেক ঘৃণা জমা হয়েছিল এই জাত পাত রঙের বড়াইয়ের বিরুদ্ধে
তাই আজ মিনিয়াপোলিসের রাজপথের মিছিল করোনার ভয়কে বুড়ো আংগুল দেখিয়ে
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ফ্রান্স, ইটালি, জার্মান, অস্ট্রেলিয়া, তামাম দুনিয়ায়---
____________________________
মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট ফার্মাকোলজি
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
______________________________________
ADD...
আপনার মতামত দিন: