Dr. Aminul Islam
Published:2020-06-08 15:10:51 BdST
বাংলাদেশে করোনাযোদ্ধা ডাক্তার: মৃত্যু ২০, আক্রান্ত এক হাজারের ওপরে
অধ্যাপক ডা. সেজান মাহমুদ
প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী
ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
___________________________
কোভিড-১৯ প্যানডেমিক শুরুর প্রথম দিকে ভয়েস অব আমেরিকাসহ বেশ কয়েকটি মিডিয়ায় অনুরোধ করেছিলাম যে স্বাস্থ্যকর্মীরা যেন এই ভাইরাসকে “এয়ারবর্ণ” মনে করে নিজেদের জন্যে প্রতিরোধের ব্যবস্থা নেন, যদিও ভাইরাসটি ড্রপলেট দিয়ে ছড়াতো জানা যাচ্ছে। অনেকেই আমাকে বলেছিলেন “প্যানিক ক্রিয়েটর”। এখন পর্যন্ত কুড়ি জন বিশেষজ্ঞ লেভেলের ডাক্তার-ই মারা গেছেন বাংলাদেশে। আক্রান্ত এক হাজারের ওপরে। এই লিস্ট তাও সম্পূর্ণ না। আমার জানা শোনা আরো অনেকেই হাসপাতালে ভর্তি।
সত্যি বলছি, যারা সামান্য বিবর্তনমূলক জীববিদ্যা বা ইভোলিউশনারি বায়োলজি বোঝেন তারা মানবেন যে এই সারস করোনা ভাইরাস-২ কে একটু সমীহ করা উচিত। আমেরিকা জুড়ে যে প্রোটেস্ট চলছে, তারপরই আমাদের এলাকাসহ কতোগুলো এলাকায় নতুন কেস আবার বেড়ে গেছে! প্লিজ রেসপেক্ট দ্য ভাইরাস এবং প্রতিরোধের নিয়মকানুন মেনে চলুন!
করোনাযোদ্ধা
ডাক্তারদের #তালিকা
১) ডা.মঈন উদ্দিন,সহঃ অধ্যাপক, মেডিসিন
২) অধ্যাপক কর্নেল(অব) ডা.মনিরুজ্জামান
৩) অধ্যাপক মেজর (অব)ডা.আবুল মোকারিম
৪) ডা.আজিজুর রহমান রাজু (তিতাস গ্যাস)
৫) ডা.এম.এ মতিন (মৌলভীবাজার)
৬) ডা.জাফর রুমি (মা ও শিশু হাসপাতাল)
৭) ডা.আমিনা খান (গাইনিকোলজিস্ট)
৮) ডা.আ.রহমান (সিনিয়র কনসালটেন্ট, রংপুর)
৯) অধ্যাপক মোশাররফ হোসেন (অর্থ সার্জারি নিটোর)
১০) ডা. তাজ উদ্দিন ( শিশু হাসপাতাল)
১১) ডা.ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু (এমএজিওমেক)
১২) প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরী
১৩) অধ্যাপক (অবঃ) আনিসুর রহমান (ফ. মেডিসিন, মচিম)
১৪.ডা.এহসানুল করিম,সহযোগী অধ্যাপক, মেডিসিন
১৫.ডা.এম ওয়াহেদুল হক, (এসওএমসি-১০ব্যাচ)
১৬.ডা দিলরুবা কাজী-এসওএমসি
১৭.ডা.মাহবুবুর রহমান,অধ্যাপক-সার্জারী-এমএমসি
১৮.অধ্যাপক ডা.মহিউদ্দীন, ইবরাহীম মেডিকেল কলেজ
১৯. প্রফেসর গোলাম কিবরিয়া, ইউরোলজি বিভাগ। বঙ্গবন্ধু মেডিক্যাল ইউনিভার্সিটি।
২০. স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন
পুনশ্চ : এই তালিকাটি সম্পূর্ণ না কিম্বা নির্ভুল নাও হতে পারে। আমি চাই না আর কেউ যুক্ত হোক এই তালিকায়। তবু সংশোধন থাকলে জানাবেন। সকলেই নিরাপদে থাকুন।
____________________________
AD...
আপনার মতামত দিন: