Ameen Qudir
Published:2017-02-13 16:40:02 BdST
দেশে ৫০০০ ভুয়া পিএইচডি : তাদের পদবী জানলে জ্ঞান হারাতে পারেন
প্রতিকী ছবি।
ডা. অাবদুস সোবহান
___________________________
দেশে নাকি ভুয়া পিএইচডি ডিগ্রি ধারী মহাজন আছেন ৫০০০এর বেশী। এই তথ্য খোদ মন্ত্রকের কর্মকর্তাদের।
অামরা ২/১ জন ভুয়া ডাক্তার দেখলেই লাফালাফি করি, অথচ দেশের নানা পর্যায়ের প্রশাসনে বসে আছেন এই ভুয়ারা।
সম্প্রতি পত্রিকায় এই খবর পড়ে আমি সত্যিই অবাক হয়েছি। ডাক্তারদের সব খবর পড়ার সময় হয় না। মানবসেবা থুড়ি কসাইগিরিতে ব্যস্ত থাকি বলে। তাই এই খবর ডাক্তার প্রতিদিনের মাধ্যমে ডাক্তার সমাজকে জানাচ্ছি। শুধু হাসপাতালে রোগীর সেবা করলে চলবে না। চারপাশের খবর জানতে হবে। যাই হোক , মিডিয়ার
খবরে বলা হচ্ছে,
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি বলছে, ভুয়া এমফিল, পিএইচডি নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন প্রায় ৫ হাজারের বেশি কর্মকর্তা। পর্যায়ক্রমে সব ভুয়া পিএইচডিধারীদের ডিগ্রি যাচাই করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কয়েক জন যুগ্ম সচিব, উপ-সচিব, কয়েকটি অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসাররা অবৈধভাবে পিএইচডি ডিগ্রি নিয়েছেন।
এছাড়াও একটি জেলার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, হাইকোর্টে দুই ডজন আইনজীবী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্যাটালগার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী আঞ্চলিক পরিচালক, তথ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কয়েকটি অধিদপ্তরের মহাপরিচালক পদে চাকরি করছেন এমন ডিগ্রি নিয়ে। তারা ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই ভুয়া পিএইচডি ডিগ্রি জমা দিলেও এখন তারা নীরব রয়েছেন। সরকারি ও বেসরকারি চাকরিতে বাড়তি সুবিধা নেয়ার জন্যই অনেকে এমনটি করে থাকেন।
হা হা হা। এইসব চলছে। বুঝুন অবস্থা।
________________________
ডা. অাবদুস সোবহান । কলামিস্ট।
আপনার মতামত দিন: