Ameen Qudir
Published:2017-02-15 15:11:15 BdST
নাইটিঙ্গেল শিল্পী সেন অাবার ফিরে আসবেন সেবার মাঙ্গলিক পেশায়
ডাক্তার প্রতিদিন
___________________
শিল্পী সেন।
বাংলাদেশের ফ্লোরেন্স নাইটিংগেল । মানবসেবাই তার ব্রত। টাঙ্গাইলে কর্ম ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার পথে এক রেল দুর্ঘটনায় তিনি অাহত হয়েছিলেন গুরুতর।
কিন্তু থেমে থাকেন নি এই অদম্য নারী। মানুষের মঙ্গল সাধনাই তার পেশা। রোগী সেবা করতেন। ছিলেন নার্সিং পেশায়। জগতের সবচেয়ে সেরা এই পেশা। মানুষের সেবা।
তিনি চিকিৎসা নিয়ে শারিরীকভাবে অনেকটাই সুস্থ। এখন চলছে জীবনের আরেক লড়াই। ছবিতে যেমনটা দেখছেন , তিনি খুব দ্রুতই আবার হাঁটতে পারবেন।
সকলের আশীর্বাদ চেয়েছেন তিনি।
অাশা করা যায় আবার ফিরে আসবেন মানবসেবার সর্বশ্রেষ্ঠ পেশায়।
ডাক্তার প্রতিদিন সবসময় তার পাশে আছে। তার সকল আপডেট আমরা দিচ্ছি। তিনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মজগতে আসবেন, সেই সুন্দরতম দিনের অপেক্ষা করছি।
নিজের সম্পর্কে শিল্পী সেন জানান ,
হাঁটার প্রাকটিস করছি । ট্রায়াল দিচ্ছি নাকি পর্বত শৃঙ্গে চুড়ায় উঠছি তা বুঝতে পারছিনা। শক্তি ফুরিয়ে গেলেও মনোবল ফুরাচ্ছেনা।পারতেই হবে।এক নতুন যুদ্ধে নামলাম। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি।
আপনার মতামত দিন: