Ameen Qudir
Published:2018-05-30 00:03:57 BdST
'সাংবাদিকদের এই জ্ঞানের বহরের কারণেই আমজনতা চিকিৎসকের উপর আস্থা হারাচ্ছে'
ডা. কামরুল হাসান সোহেল
________________________________
আমাদের দেশের সাংবাদিকদের জ্ঞানের বহর দেখে ক্লাস ফাইভের স্টুডেন্ট ও লজ্জা পাবে। তাদের এই মেডিকেল জ্ঞান নিয়েই তারা আসে চিকিৎসকদদের চিকিৎসায় ভুল ধরতে? তাদের চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এই হেডলাইনের নিউজ বছরের পর বছর দেখে আমাদের দেশের আমজনতা চিকিৎসকদের উপর আস্থা হারিয়ে ফেলেছে ।
আমাদের দেশের আমজনতার সাথে চিকিৎসকদের দূরত্ব তৈরি করেছে এত জ্ঞানী, মেধাবী সাংবাদিকরাই।যাদের অনেকই হয়তো স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যায় নাই কোনদিনও, আরে বাবা ডায়রিয়া হলে যে স্যালাইন দেয়া হয় তার নাম যে কলেরা স্যালাইন তা গলির এক ফার্মেসির কর্মচারীকে বললে ও বলে দিত। কোন কিছু না জেনে,না যাচাই করে এই ধরণের নিউজ কেমনে কর হে মহান সাংবাদিক ভাইয়া!
_________________________

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: