ডেস্ক
Published:2021-05-07 19:27:15 BdST
স্বনামধন্য প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট-এর অসম্পূর্ণ রিপোর্ট, এটাতো রীতিমতো ক্রাইম
ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্তরোগ বিশেষজ্ঞ
দুই বাংলায় সমাদৃত সঙ্গীতশিল্পী
_________________________
এটি একটি লিউকেমিয়া রোগীর CBC রিপোর্ট ।
একটি সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট এটি।
প্রিভিয়াস রিপোর্ট এবং ক্লিনিক্যাল কন্ডিশন বিবেচনা করে ধারণা করছি এই রোগীর পেরিফেরাল ব্লাডে নিদেন পক্ষে ৩০ শতাংশ ব্লাস্ট বা এটিপিক্যাল সেল আছে। কিন্তু এই রোগীর রিপোর্ট দেখে তা বোঝার কোন উপায় নাই। এটিপিক্যাল সেলের কোন নামগন্ধও নাই।
রিপোর্টটি করেছেন একজন বায়োকেমিস্ট। যিনি বিএসসি এন্ড এমএসসি ইন বায়োকেমিস্ট্রি।
চাওয়া হয়েছিলো সিবিসি উইথ পিবিএফ। পিবিএফও করে দেননি। অনুমান করা যাচ্ছে সেই সামর্থ তাদের নাই। এখন এই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসার পরের ধাপে যাওয়াও সম্ভব হচ্ছেনা।
আই রিপিট তারা একটি সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান।
ঢাকা শহরে কি হেমাটলোজিস্টের আকাল পড়েছে? নাকি কন্সাল্ট্যান্ট প্যাথোলজিস্টও নাই?
এটাতো রীতিমতো ক্রাইম। দেখার কি কেউ নাই?
আপনার মতামত দিন: